অপরাধ

টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬: ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ , ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, গাঁজা এবং ১টি সাম্পান নৌকা উদ্ধার

  প্রতিনিধি 16 January 2025 , 10:11:06 প্রিন্ট সংস্করণ

 

 

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক ১৫ জানুয়ারি বুধবার দিবাগত রাত সাড়ে ১০ টার সময় নাফ নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক

লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।

তিনি জানান,সম্প্রতি টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় নৌপথে নাফ নদীর মোহনা হয়ে সাগর পথে চোরাচালান এবং মানব পাচার/অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশ বৃদ্ধি পেয়েছে। এ প্রেক্ষিতে বেশ কিছুদিন যাবত ২ বিজিবি চোরাচালান প্রতিরোধ তৎপরতা এবং বিশেষ নজরদারী বৃদ্ধি করে। প্রযুক্তিগত নজরদারির মাধ্যমে ১৫ জানুয়ারি নিজস্ব গোয়েন্দা তথ্যের পর্যালোচনা ও বিশ্লেষণ সাপেক্ষে বিআরএম-৩ হতে আনুমানিক ০৩ কিঃ মিঃ দক্ষিণ-পূর্বে নাফ নদীর মোহনা দিয়ে মিয়ানমার হতে মাদকের একটি চালান সাগরপথে মিয়ানমার হতে ইঞ্জিন চালিত সাম্পান নৌকার সাহায্যে বাংলাদেশে আসার গতিবিধি সনাক্ত করা হয়। সন্দেহভাজন নৌকাটি শূন্য লাইন অতিক্রম করে বঙ্গোপসাগরের মোহনা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে ২ বিজিবি”র অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষদল দ্রুত জলযান ফ্যান্টমের সাহায্যে গভীর সাগরে অভিযান পরিচালনা করে। অভিযান দলের লেঃ কমান্ডার মোঃ সাদিক রাফি অত্যন্ত দক্ষতার সাথে নৌযানটি পরিচালনা করে গভীর সাগরে নৌকাটি ধাওয়া করলে অভিযান দলটি মাদক পাচারকারী দলটিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে নৌকাটি তল্লাশী করে নৌকার ভিতর ৬ জনকে আটক করা হয়েছে। এরা হচ্ছে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মিঠাপানিরছড়া গ্রামের নুর কবির”র ছেলে মোঃ ফয়সাল (২০), আব্দুর রহিম”র ছেলে মোঃ আরমান (২০), আব্দুল মুন্নাফ”র ছেলে মোঃ বুখার উদ্দীন (৩০),জহির আহম্মদ”র ছেলে মোঃ শফিক উদ্দিন (২০), লেঙ্গুরবিল গ্রামের ওয়াস করনী”র ছেলে

জসিম উদ্দিন (২১) ও উখিয়া ২০ নম্বর কুতুপালং এফডিএমএন ক্যাম্পের আব্দুর সাত্তার”র ছেলে মোঃ কামাল হোসেন

আসামীসহ ২.১৩০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং স্বল্প পরিমাণ গাঁজা পাওয়া যায়। এছাড়াও আটককৃত আসামীদের নিকট হতে ৪ টি মোবাইল ফোনও জব্দ করা হয়।

 

আটককৃত আসামীদের জব্দকৃত মাদকদ্রব্য, মোবাইল ফোন এবং নৌকাসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান

টেকনাফ ২ বিজিবি অধিনায়ক

লেঃ কর্নেল আশিকুর রহমান (পিএসসি)।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ