প্রতিনিধি 12 December 2024 , 1:26:06 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
অনেকদিন ধরেই ব্যাটে-বলে সমানতালে পারফর্ম করছেন মেহেদি হাসান মিরাজ। তাতে আইসিসির অলরাউন্ডারদের র্যাংকিংয়েও উন্নতি হয়েছে তার। বিশ্বসেরা হওয়ার পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন মিরাজ।টেস্ট অলরাউন্ডারদের র্যাংকিংয়ে দুইয়ে অবস্থান করেছেন এই তারকা। মিরাজ পেছনে ফেলেছেন ভারতীয় তারকা রবিচন্দ্রন অশ্বিনকে। যদিও সা¤প্রতিক সময়ের হিসেবে কোনো ম্যাচ না খেলেই এই ভারতীয় তারকাকে পেছনে ফেলেছেন মিরাজ। মূলত অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে ভালো পারফর্ম করতে না পারায় অশ্বিন নেমে গেছেন তিনে। এই সুযোগে মিরাজ উঠেছেন দুইয়ে।
অবশ্য যে কোনো সময় আবার তিনে কিংবা আরো নিচে নামতে পারেন মিরাজ। অশ্বিনের সঙ্গে তার পয়েন্টের ব্যবধান মাত্র ১। মিরাজের রেটিং পয়েন্ট এখন ২৮৪, অশ্বিনের ২৮৩। বর্ডার-গাভাস্কার সিরিজের বাকি সময়টায় অশ্বিন খেললে আবার জায়গা ফিরে পাওয়ার সুযোগ তার থাকবে।আগামী জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের আগে বাংলাদেশের কোনো টেস্ট ম্যাচ নেই।মিরাজের অবস্থান তাই আপাতত নির্ভর করবে অন্যদের পারফরম্যান্সের ওপর। তাতে মিরাজের পেছনে পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। টেস্ট অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতেরই রবীন্দ্র জাদেজা। তার রেটিং পয়েন্ট ৪১৫। ২৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চারে সাকিব আল হাসান। তিন ধাপ পিছিয়ে ২৬০ পয়েন্ট নিয়ে পাঁচে মার্কো জানসেন।