প্রতিনিধি 10 December 2024 , 9:27:52 প্রিন্ট সংস্করণ
সাব্বির হাসান
যশোরের মণিরামপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আব্দুল লতিফ শেখ (৬০) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গত সোমবার (০৯ ডিসেম্বর) বিকালে উপজেলার রাজগঞ্জ-মনিরামপুর আঞ্চলিক সড়কের মনোহরপুর মসজিদ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আব্দুল লতিফ শেখ উপজেলার চন্ডিপুর গ্রামের কোমর আলী শেখের ছেলে। তিনি ২ সন্তানের পিতা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকাল ৪টার দিকে আব্দুল লতিফ বাইসাইকেলযোগে রাজগঞ্জ বাজারে যাচ্ছিলেন। মনোহরপুর মসজিদ সংলগ্ন রাস্তায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মিষ্টি কুমড়া বোঝায় একটি ট্রাক বাইসাইকেলে ধাক্কা দেয়। এতে আব্দুল লতিফ রাস্তায় পড়ে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা (ঢাকা মেট্রো ১৮-৫৫৪৯) নম্বরধারী ঘাতক ট্রাকটি আটকিয়ে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।
মণিরামপুর থানার ওসি (তদন্ত) পলাশ কুমার বলেন, সড়ক দূর্ঘটনায় নিহত আব্দুল লতিফের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন অবস্থায় চলছে।