অন্যান্য

ট্রাক-পিকআপসহ আড়াই কোটি টাকার ভারতীয় ছাগল-দুম্বা আটক

  প্রতিনিধি 10 May 2025 , 5:19:51 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী

ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অভিযান পরিচালনা করে ট্রাক-পিকআপসহ আড়াই কোটি টাকার ভারতীয় ছাগল-দুম্বা আটক করেছে সরাইল ব্যাটালিয়া (২৫ বিজিবি)।

সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে বিজিবি এবং পুলিশ সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত টাস্কফোর্স অভিযানে ১ জন আসামীসহ ভারতীয় অবৈধ রাজস্থানী তোতাপুরি ছাগল-৩২টি, দুম্বা- ১০টি, মাঝারি ট্রাক- ০১টি এবং ১টি পিকআপ আটক করে। আটককৃত তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক ও পিকআপের আনুমানিক বাজার মূল্য ২,৪৭,০০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ) টাকা।

আটককৃত আসামী মোঃ ইয়াকুব আলী (২৯) যশোর জেলার পোরশা উপজেলার পোটখালী গ্রামের মোঃ আহাদ আলীর ছেলে। আটককৃত আসামীকে ভারতীয় তোতাপুরি ছাগল, দুম্বা, ট্রাক এবং পিকআপসহ সরাইল থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এব্যাপারে বিজিবি ২৫ এর অধিনায়ক লে: কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যেন ভারত থেকে ছাগল ও দুম্বাসহ অন্যান্য যে কোন ধরণের চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং এব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ