কালিহাতি টু কস্তরীপাড়া রোডে সিংহা মোড়ে একটি ট্রাক অ্যাক্সিডেন্টে হয়। ট্রাক আক্সিডেন্টে ১৪ বছরের এক যুবক মারা গেছে।
যুবকের নাম মিজানুর। উক্ত উপজেলার জয়নাবাড়ী ছেলেটির বাড়ি বলে স্থানীয় লোকজন শনাক্ত করেছেন।