অন্যান্য

ট্রাম্পের অভিষেক উপলক্ষে সর্বোচ্চ সতর্কতায় ওয়াশিংটন

  প্রতিনিধি 15 January 2025 , 4:15:13 প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক

 

আগামী সপ্তাহে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ওয়াশিংটন। ৩০ মাইল (৪৮ কিলোমিটার) লম্বা কালো রঙের অস্থায়ী বেড়া দেয়া হয়েছে। মোতায়েন করা হয়েছে ২৫ হাজার আইন প্রয়োগকারী কর্মকর্তা। খবর রয়টার্সের।সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে শপথগ্রহণ করবেন ট্রাম্প। এরপর কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে।

 

 

ট্রাম্পের অভিষেক এমন এক সময় হতে যাচ্ছে, যার কয়েক সপ্তাহ আগে ভয়াবহ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। একটি হলো ট্রাম্পকে হত্যাচেষ্টা করার উদ্দেশে চালানো গুলিতে তার কান মারাত্মক জখম হয়ে যাওয়া। অন্যটি নববর্ষের দিনে সাধারণ আমেরিকানদের ওপর হওয়া দুটি হামলা।নিউ অরলিন্সে নববর্ষের উৎসবে সাধারণ মানুষের আনন্দ করার সময় ভিড়ের মধ্যে ট্রাক চাপা দেয়ার ঘটনায় ১৪ জন নিহত হন। একই দিনে, লাস ভেগাসে ট্রাম্প মালিকানাধীন একটি হোটেলের বাইরে একজন টেসলা সাইবারট্রাক বিস্ফোরণ ঘটান এবং আত্মহত্যা করেন।

 

সোমবার এক সংবাদ সম্মেলনে মার্কিন সিক্রেট সার্ভিসের স্পেশাল এজেন্ট ইন চার্জ ম্যাট ম্যাককুল বলেন, ‘আমরা একটি উচ্চ-হুমকির পরিবেশে আছি।’

 

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে কংগ্রেস, সুপ্রিম কোর্ট ও নতুন প্রশাসনের সদস্যরা যেমন থাকবেন, তেমনি লাখো মানুষের উপস্থিতিতে ওয়াশিংটন স্মৃতিস্তম্ভের দিকে মুখ করে ক্যাপিটল হিলে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।ঠিক একই জায়গায় ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের হাজারো সমর্থক ভাঙচুর চালান, পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান এবং আইনপ্রণেতারা জীবন নিয়ে পালাতে বাধ্য হন। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে পরাজয় না মেনে এই হামলা চালানোর অভিযোগ রয়েছে অনেক ট্রাম্প সমর্থকের বিরুদ্ধে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ