নিউজ ডেস্ক
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। শুক্রবার ( ১০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেন। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দুটি ফৌজদারি মামলা লড়েছিলেন স্মিথ। খবর রয়টার্সের।শনিবার (১১ জানুয়ারি) আদালতে দাখিল করা এক নথিতে বলা হয়েছে, স্মিথ শুক্রবার বিচার বিভাগ থেকে সরে দাঁড়িয়েছেন। হোয়াইট হাউসে ট্রাম্পের ফিরে আসার আগেই পদত্যাগ করলেন স্মিথ।
স্মিথের পদত্যাগের নোটিশ বলা হয়, ‘বিশেষ কাউন্সেল তার কাজ সম্পন্ন করেছেন, ৭ জানুয়ারি তার চূড়ান্ত গোপনীয় প্রতিবেদন জমা দিয়েছেন এবং ১০ জানুয়ারি বিচার বিভাগ থেকে পদত্যাগ করেছেন।’২০২০ সালের নির্বাচনে পরাজয় ঠেকানোর চেষ্টা এবং গোপন নথিসংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে লড়েন স্মিথ।
দুটি মামলাতেই ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছিল। যদিও ট্রাম্প বরাবর অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি মামলাগুলো তাকে রাজনৈতিকভাবে হেয় করতে করা হয়েছিল।
৫ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে পরাজিত করার পর উভয় মামলা বাতিল করে দেন স্মিথ।
গত নভেম্বরে বিবিসির মার্কিন মিডিয়া পার্টনার সিবিএস নিউজ জানিয়েছে যে স্মিথ পদত্যাগ করতে পারেন। ট্রাম্প বা তার নতুন প্রশাসনের অ্যাটর্নি জেনারেল তাকে বরখাস্ত করার আগেই পদত্যাগের সুযোগ পাবেন তিনি।বিচার বিভাগ থেকে স্মিথের পদত্যাগ করার বিষয়টি আগে থেকেই জানা ছিল। কারণ ট্রাম্প, যিনি প্রায়ই স্মিথকে ‘পাগল’ বলে অভিহিত করেছেন, বলেছিলেন যে ২০ জানুয়ারি দায়িত্ব নেয়ার সাথে সাথেই তিনি তাকে বরখাস্ত