অন্যান্য

ট্রেনে করে বেনাপোল বন্দরে এলো ৪৬৮ মেট্রিক টন আলু

  প্রতিনিধি 13 December 2024 , 5:47:39 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

ভারত থেকে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। এই আলুগুলো মালবাহী ট্রেনে ভারতের পাঞ্জাবের জালানধার শহর থেকে আমদানি হয়ে বেনাপোল রেল স্টেশনে পৌঁছেছে। আগামী শনিবার পণ্য চালান বেনাপোল বন্দর থেকে খালাস করা হবে।

 

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের কার্গো শাখার রাজস্ব অফিসার আবু তাহের জানান, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের টাটা ট্রেডার্স নামক এক আমদানিকারক প্রতিষ্ঠান এই আলু আমদানি করেন। ভারতের মালদার আতিপ এক্সপোর্ট নামক রপ্তানি কারক প্রতিষ্ঠান অলুর চালানটি রপ্তানি করেন। একটি ট্রেনের রেকে ৯৪৬০ ব্যাগ আলু আমদানি হয়েছে। যার ওজন ৪৬৮০০০ কেজি। পণ্য চালানটির আমদানি মূল্য ১০৭৬৪০ মার্কিন ডলার।সি এন্ড এফ এজেন্ট আলম এন্ড সন্সের প্রতিনিধি নাজমুল আরেফিন জনি বলেন, ভারত থেকে ট্রেনের একটি রেক এ ৪৬৮ মেট্রিক টন আলু আমদানি হয়েছে। পণ্য চালানটি ছাড় করানের জন্য আগামী শনিবার বেনাপোল কাস্টম হাউজে কাগজপত্র সাবমিট করা হবে। কাস্টমস ও রেলস্টেশনের কার্যক্রম সম্পন্নের পর সম্ভবত ট্রেনটি নওয়াপাড়ায় আনলোড করা হবে। নওয়াপাড়া থেকে আলুগুলো ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ