অন্যান্য

ট্রেনে কাটা পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  প্রতিনিধি 18 September 2024 , 6:45:54 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় অরক্ষিত লেভেল ক্রসিং পার হওয়ার সময় আদিল মিয়া নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ ১৭/৯/২৪ ইং রোজ মঙ্গলবার চিনাইর এলাকায় ঘটে। এ ঘটনায় আহত আরও দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিহত আদিল মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পুনিয়াউটের জাহের মিয়ার ছেলে ও জেলা ছাত্রদলের সাবেক সদস্য।

উক্ত দুর্ঘটনায় আহত দুইজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তবে এ ঘটনায় ট্রেন চলাচলে তেমন কোনো ব্যাঘাত ঘটেনি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মহসিন হৃদয় জানান, আজ দুপুরেও ভিডিও কলে আদিলের সাথে কথা হয়। আমরা নতুন একটি ব্যবসা করবো বলে জায়গা নিয়েছিলাম। বিকেলে আদিলের শ্বশুরবাড়ি চিনাইর যাওয়ার পথিমধ্যে চিনাইর নোয়াবাড়ি অরক্ষিত রেলগেইট পার হওয়ার পথিমধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা ছাত্রদল নেতা আদিলের মৃত্যু হয়। এঘটনায় মোটরসাইকেলে থাকা আরেক ছাত্রদল নেতা রুবেল আহত হয়েছে।

 

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,

লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে৷ মোটরসাইকেলটি আমরা উদ্ধার করেছি৷ নিহতের লাশ ঘটনাস্থল থেকে পরিবারের লোকেরা বাড়িতে নিয়ে গেছেন।

 

ট্রেনটি কিছু সময় অনির্ধারিত যাত্রা বিরতি দিয়ে ছেড়ে যায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ