অন্যান্য

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১০ দফা দাবিতে কৃষকদের ঐক্যের লং মার্চ

  প্রতিনিধি 23 April 2025 , 1:56:10 প্রিন্ট সংস্করণ

বেলাল হোসেন

 

যে কৃষক যোগায় ক্ষুধায় অন্ন, সে কৃষক আজ কেনো বিপন্ন” সারাদেশে সকল অধিকার আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষক ঐক্য পরিষদ বাংলাদেশ’র ৭দিনের লং মার্চের সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার(২৩ এপ্রিল) বগুড়া টু পঞ্চগড় লং মার্চের সমাপনী দিনে রাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী পথসভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ জেলার আহবায়কবৃন্দ বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তব্য রাখেন কৃষক ঐক্য পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মুঞ্জুর আলম,কেন্দ্রীয় কমিটির মহাসচিব সুলতান হোসেন,কুড়িগ্রাম জেলার মাসুদুর রহমান জালাল,ভোলা জেলার শাহাবুদ্দিন ফরাজি, ঠাকুরগাঁওয়ের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর হোসেন, মানিক হোসেন প্রমুখ।

 

পথসভায় নেতারা বলেন, সাধারণ কৃষকদের বাঁচিয়ে রাখতে ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনা, গুদামজাত করা এবং প্রয়োজনে বিদেশে রপ্তানি করার মতো উদ্যোগ নেওয়া ও অবকাঠামো গড়ে তোলা উচিত।

এ সময় কৃষকদের অধিকার আদায়ের লক্ষ্যে ১০ দফা তুলে ধরে তা বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান কৃষক নেতারা।

দাবিসমূহ হলো – ১. আলু ও পেঁয়াজ কমিশন গঠন এবং উপজেলা ভিত্তিক সংরক্ষণাগার ও রপ্তানি কেন্দ্র স্থাপন, ২. ঢাকাসহ সারা দেশে কৃষকের বাজার স্থাপন করা, ৩. কৃষিঋণ ও প্রণোদনা সহজীকরণ, ৪. সিন্ডিকেটমুক্ত করে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ৫. কৃষিপণ্য পরিবহনে চাঁদাবাজি ও টোল প্রথা বন্ধ করে রেলবগি বরাদ্দ করা, ৬. খাস ও পতিত জমি বরাদ্দসহ কৃষকদের জন্য বিশেষ ভাতা চালু, ৭. সরকারিভাবে কৃষি বীমা ও আর্থিক সহায়তা ব্যবস্থা, ৮. সরকারি/বেসরকারি হাসপাতালে কৃষকদের জন্য ৫০ শতাংশ ছাড়ে বিশেষ চিকিৎসাসেবা প্রদান নিশ্চিত করা, ৯. জাতীয় সংসদসহ বিভিন্ন কমিটিতে কৃষক প্রতিনিধি অন্তর্ভুক্ত করা, ১০. কৃষি প্রযুক্তি ও অ্যাপস আধুনিকায়ন ও বাস্তবমুখী করা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ