অন্যান্য

ঠাকুরগাঁওয়ে উপ-সহকারী প্রকৌশলীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন।

  প্রতিনিধি 10 March 2025 , 2:45:43 প্রিন্ট সংস্করণ

বেলাল হোসেন

 

ঠাকুরগাঁও জেলা সদরসহ দেশের বিভিন্ন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলী ও কার্য সহকারীদের উপর অব্যাহত হামলা এবং হুমকি প্রদানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও সার্বিক নিরাপত্তার নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ সোমবার ১০ (মার্চ) দুপুরে সদর উপজেলা কার্যালয় সামনে এলজিইডি প্রকৌশল পরিবারের আয়োজনে এ মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।

মানববন্ধনে সদর উপ-সহকারী প্রকৌশলী রাজিবুল হাসান, সদর উপ-সহকারী প্রকৌশলী রাশিদুল ইসলাম, সার্ভেয়ার মোস্তাফিজুর রহমানসহ সদর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের

কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ অনেকেই উপস্থিত ছিলেন।

ঘন্টাব্যাপি এ কর্মসুচি চলাকালে বক্তারা অভিযোগ করে বলেন, সুষ্ঠভাবে সরকারের কাজ বাস্তবায়ন করতে গিয়ে এলজিইডির কর্মকর্তা ও কর্মচারিরা হামলার শিকার হচ্ছে। শুধুমাত্র চাঁদা দিতে অস্বীকার করায়। একইসাথে অবিলম্বে এসব সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি করেন তারা।

অন্যথায় আরো কঠোর কর্মসুচি পালনের হুশিয়ারীসহ সকল রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ড, ভবনসহ সকল কার্যক্রম বন্ধ রাখা হবে বলে জানান তারা।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ