প্রতিনিধি 10 May 2025 , 11:24:22 প্রিন্ট সংস্করণ
মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও
গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের আওতায় আনার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১০ মে) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার চৌরাস্তায় এ কর্মসূচির আয়োজন করে ‘জুলাই যোদ্ধা ও আহত-নিহতদের পরিবার’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি’ ঠাকুরগাঁও জেলা শাখা।
সমাবেশে বক্তারা বলেন, “জুলাই আন্দোলনের ৯ মাস পার হলেও এখনো গণহত্যাকারীদের বিচার হয়নি। বরং তাদেরকে রাতের অন্ধকারে পালাতে সাহায্য করা হয়েছে। আওয়ামী লীগ নামক দলটি এখনো নিষিদ্ধ করা হয়নি, যা আমাদের জন্য লজ্জাজনক।”
আন্দোলনকারীরা তিন দফা দাবি উত্থাপন করেন:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের আওতায় দলগতভাবে আওয়ামী লীগের বিচার করতে হবে।
৩. ‘জুলাই ঘোষণাপত্র’ অবিলম্বে জারি করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, “আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।”
এ কর্মসূচিতে অংশ নেন আহত-নিহতদের পরিবার, ঠাকুরগাঁও ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতৃবৃন্দ।