অন্যান্য

ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির অভিযোগ সাবেক এমপি দবিরুল ইসলামকে কারাগারে প্রেরণ

  প্রতিনিধি 3 October 2024 , 5:57:32 প্রিন্ট সংস্করণ

আবুল ওহাব, ঠাকুরগাঁও প্রতিনিধি:-

ঠাকুরগাঁও-২ আসনের ৭ বারের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে ১০ কোটি টাকা চাঁদাবাজি অভিযোগে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (৩রা সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বিশেষ আদালতে বিচারক রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানোর আদেশ দেন৷

সকাল ১১ টার দিকে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন৷

এর আগে বুধবার রাতে রুহিয়া থানা পুলিশ তাকে আটক করে।

পুলিশ জানায়, গত ৩ সেপ্টেম্বর স্থানীয় ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদাবজির অভিযোগ এনে দবিরুল ইসলামকে প্রধান আসামী করে ২৮ জনের নাম উল্লেখ্য করে আদালতে একটি মামলা দায়ের করে। সেই মামলায় সাবেক এই এমপিকে রুহিয়া থানা পুলিশ বুধবার রাতে গ্রেফতার করে। এর আগে গত ১১ সেপ্টেম্বর ঢাকার নিকুন্জ এলাকা হতে গ্রেফতার হয় আলহাজ্জ দবিরুল ইসলামের ছেলে সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজন।

উল্লেখ্য যে, দবিরুল ইসলাম ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা ৭ বার এমপি নির্বাচিত হন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ