ভূল্লী থানার বড়গাঁও ইউনিয়নে জাহানপাড়া পাওয়ার স্পোটিং ক্লাবের উদ্যোগে ২দিন ব্যাপী নাইট ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২২ নং সেনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান, গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন, আক্চা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর এ আলম সিদ্দিকী।
টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, জুলফিকার আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, পরিচালক, স্বপ্ন গ্রুপ,
উক্ত খেলাটি উপভোক করতে ছুটে আসেন খেলা প্রেমিক উসুৎক জনতারা,খেলোয়াড়দের হাততালিতে বাহবাহ দিয়ে উৎসাহিত করেন।
ভাটা কিং এলিভেন এবং নিউ ক্লিয়ার লেব এর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয় ৩ উকেটের ব্যবধানে ভাটা কিং চাম্পিয়ান হয়।
খেলা শেষে বিজয়ীদের হাতে টফি তুলে দেয়া হয়।
সৌজন্যে ছিলেন: মিনিস্টার প্লাজা শো-রুম (স্বপ্ন ইলেকট্রনিক্স), রয়েল ফার্নিচার, স্বপ্ন ফাউন্ডেশন, ভূল্লী থানা, ঠাকুরগাঁও।