মোঃ আশরাফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁওয়ে দিনেদুপুরে কাটছে সরকারি গাছ দেখার নাই কেউ।
ঠাকুরগাঁও সদর উপজেলা ১৯ নং বেগুনবাড়ি ইউনিয়নের মুজিবর মেম্বারের বাড়ী হয়ে বসভাঙ্গা রাস্তা পর্যন্ত স্থানীয় ৫/৬ জন যুবকেরা ১৫ বছরের জন্য বন বিভাগ থেকে লিজ নিয়ে বনজ গাছ ইউক্লিপটার গাছ রাস্তার দুই পাশে রোপন করে।
২০২৪ সালের শেষের দিকে লিজ নেয়া গাছ গুলোর মেয়াদ শেষ হলে বন বিভাগ থেকে নাম্বারিং করা হয় এবং স্থানীয় গাছ ব্যবসায়িদের টেন্ডার সিডিউল এর মাধ্যমে বিক্রয়ের জন্য বন বিভাগ অনুমতি দেয়।
দেশের পরিস্থিতির অস্থিতিশীল হওয়ার কারনে গাছে টেন্ডার সিডিউল বাতিল হলে স্থানীয় কিছু চোরাকারবারিরা প্রতিনিয়ত ১/২ টি করে গাছ রাতের আধারে কেটে নিয়ে যায়।
সেই সুবাদে রোজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌছালে কিছু গাছ চোরাকারবারিরা দিনেদুপুরে সরকারি গাছ কেটে ভ্যান যোগে পাশের একটি 'শ' মিলে নিতে দেখা যায় এবং সাংবাদিকদের অবস্থান টের পেয়ে গাছ চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এলাকায় খবর নিয়ে চোরাকারবারিদের নাম ও মোবাইল নাম্বার সংগ্রহ করতে সক্ষম হই। তারা হলেন ১। মোঃ দেলোয়ার হোসেন
পিতাঃ জয়লান
২। রমজান আলী
পিতাঃ আশরাফুল
৩। সুমন আলী
পিতাঃ খাদেমুল হক
৪। আব্দুল কুদ্দুস
পিতাঃ আমিনুল তেলি
সর্বসাং বেগুনবাড়ী ছোটুয়া পাড়া।