প্রতিনিধি 21 September 2024 , 5:05:11 প্রিন্ট সংস্করণ
আবুল ওহাব, ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর উলামা বিভাগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ শে -সেপ্টেম্বর)বিকালে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন পৌর মিলনায়তনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারি পরিচালক অধ্যক্ষ মামওলানা মোঃ মমতাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, ঠাকুরগাঁও জেলা আমীর ও জেলা উলামা বিভাগের প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা আ্দুল হাকিম। কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন।
উলামা বিভাগের জেলা সভাপতি মাওলানা ফজলে রাব্বী মোর্তজারীর সভাপতিত্বে ও ঠাকুরগাঁও শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান শাহ শামীম এর সঞ্চালনায় সিরাত মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারী মোহাম্মদ আলমগীর, সহকারি জেলা সেক্রেটারী অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মানবজাতীর শ্রেষ্ঠ মহামানব হলেন বিশ^নবী মুহাম্মাদ (সাঃ)। দুনিয়ায় ও আখিরাতে মুক্তির জন্য তিনি যে পথ প্রদর্শন করে গেছেন তার কোন বিকল্প নেই। ব্যাক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে তা তিনি করে দেখিয়েছেন, যা আমাদের অনুসরন করতে হবে। একমাত্র আল্লাহর কোরআন ও রাসূলের হাদিস অনুসরনের মাধ্যমেই মানবজাতির মুক্তি সম্ভব।