জনতার দাবী

ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ : রুহিয়ায় উত্তাল জনতা, ফাঁসির দাবিতে বিক্ষোভ

  প্রতিনিধি 5 May 2025 , 7:37:27 প্রিন্ট সংস্করণ

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও:

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানাধীন পাটিয়াডাঙ্গী বাজারে বাকপ্রতিবন্ধী কিশোরী তামান্নাকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত ধর্ষক শাহাজাহান ওরফে গেন্দুর সর্বোচ্চ শাস্তি (ফাঁসি) দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার বেলা ১১টা ৩০ মিনিটে ১৪নং রাজাগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে আশপাশের চারটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, রাজনৈতিক নেতা ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

 

বক্তারা বলেন, অভিযুক্ত শাহাজাহান ওরফে গেন্দু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ক্ষমতাসীন যুবলীগের সক্রিয় কর্মী। অতীতেও সে ধর্ষণসহ নানা অপরাধে জড়িত ছিল। তার দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি (মৃত্যুদণ্ড) নিশ্চিতের দাবি জানানো হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন ঢোলারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্থানীয় জামায়াত নেতা মোঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন রাজাগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া, সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আমিনুর রহমান রিপন, সহসভাপতি আহসান হাবীবসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

 

বক্তারা আরও বলেন, ধর্ষণের বিচার দ্রুত নিশ্চিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষণের শাস্তি হিসেবে বাধ্যতামূলক মৃত্যুদণ্ডের আইন কার্যকরের দাবি জানানো হয়।

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পাটিয়াডাঙ্গী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটিয়াডাঙ্গী চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ