প্রতিনিধি 28 September 2024 , 1:23:47 প্রিন্ট সংস্করণ
বেলাল হোসেন
ঠাকুরগাঁও,
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে জুনোটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রাম, সিডিসি, স্বাস্থ্য অধিদফতরের উদ্যােগে এ কর্মসুচি পালন করা হয়।
রেলিটি শহরের পুরাতন হাসপাতাল থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে সমবেত হয়।
পরে সেখানে স্বাস্থ্য বিভাগে কর্মরতরা বলেন, জলাতঙ্ক নির্মুলে প্রয়োজনীয় সকল প্রতিবন্ধীকতা নিরসনে সকলকে সচতন হওয়ার পাশাপাশি উদ্যোগ নেয়ার কথা জানান তারা।
কর্মসুচিতে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিতি ছিলেন।