আবুল ওহাব,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ভিন্নধর্মলম্বীদের নিয়ে সম্প্রীতি সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখা।
শুক্রবার (২০শে আগস্ট) সকাল ১০.০০ টায় ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে ঠাকুরগাঁও জেলা জামাতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কফিল উদ্দিনের সঞ্চালনায়,
ঠাকুরগাঁও জেলা জামাতের আমির মাওলানা মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ও ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বলেন, ইসলাম এমন একটি ধর্ম যা শুধু মুসলমানদের জন্য নয়,সকল ধর্মের মানুষদের প্রতি সহানুভূতিশীল, ভালোবাসতে শেখায়, একে অপরের প্রতি ভাতৃত্ব বন্ধন করতে শেখায়।
তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরু থেকে এখন পর্যন্ত অন্য ধর্মের প্রতি সহানুভূতিশীল, অন্য ধর্মের প্রতি আমরা আবেগপ্রবণ, তাদের জান মাল নিরাপত্তা সহ সকল কিছুর ক্ষেত্রে সহানুভূতিশীল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান ও জেলা জামায়াতের সেক্রেটারি আলমগীর হোসেন।
এ সময় ভিন্ন ধর্মালম্বীদের পক্ষ হতে বক্তব্য রাখেন বেগুনবাড়ি পূজা কমিটির সভাপতি শ্রী: মানিক চাঁদ বর্মন, শ্রী নর হরি দেব,দীপেন্দ্রনাথ বর্মণ প্রমুখ।