অন্যান্য

ঠাকুরগাঁওয়ে সাংবাদিকের উপর হামলার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার

  প্রতিনিধি 26 February 2025 , 1:56:59 প্রিন্ট সংস্করণ

 

আবুল ওহাব,ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ-ঠাকুরগাঁওয়ে ‘দৈনিক দেশবাংলার প্রতিনিধি’ সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলার ঘটনায় বিএনপি নেতা জবায়দুর হক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

 

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার আদেশ প্রদান করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে রুহিয়া থানাধীন আখানগর ইউনিয়ন শাখা সহসভাপতি জবায়দুর হক চৌধুরীকে দলীয় সাংগঠনিক সকল পদসহ প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হলো।’

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,এ বহিষ্কার আদেশ অদ্য থেকে কার্যকর হবে এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ প্রদান করা হয়।

 

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার আখানগর ইউনিয়নের কালিবাড়ি বাজারে সাংবাদিক মামুন অর রশিদের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, এ হামলার নেতৃত্ব দেন বিএনপি নেতা জবায়দুর হক চৌধুরী। বর্তমানে সাংবাদিক মামুন ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। হামলার ঘটনায় তিনি রুহিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন-সাংবাদিক মামুনের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ