অন্যান্য

ঠাকুরগাঁওয়ে ২৫ লক্ষ টাকার ব্রীজ উদ্বোধনের আগেই ব্রীজের ভাঙ্গন ।

  প্রতিনিধি 7 November 2024 , 8:03:34 প্রিন্ট সংস্করণ

মোঃ আশরাফুল ইসলাম,

ঠাকুরগাঁও সদর উপজেলার ১৯নং বেগুনবাড়ি ইউনিয়নের সরকারপাড়া একটি ২৫ লক্ষ টাকা ব্যয়ের ব্রীজ উদ্বোধন হওয়ার আগের ভেঙ্গে যায়।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর আওতাধীন ব্রীজটি নির্মান করা হয়। গত দুই(২) মাস আগে ব্রীজটির কাজ শেষ হয়।

গত ০৬/১১/২৪ইং তারিখে ব্রীজ নির্মানে যে খাল গর্ত তৈরি হয়ে ছিলো সেই খাল গর্ত গুলো ভরাট করতে মাটি ফেলা হয় মাটির চাপে নির্মাণাধীন ব্রীজটির ভীবের ঢালাই ব্রীজ থেকে আলাদা হয়ে যায়।

এতে এলাকায় ৬/৭টি গ্রামের মানুষের চরম দুর্ভোগের শিকার হয়।তারা অভিযোগ করে কোন মাপ ঝোক বা ইঞ্জিনিয়ার কার্যক্রম ছাড়াই ও নিম্নমানের নির্মান সামগ্রীর দ্বার এই ব্রীজটি নির্মান করার কারনে উদ্বোধনের আগেই ভেঙ্গে যায়।

সদর উপজেলা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে ফোনে আলাপ কালে তিনি এই ব্রীজ নির্মানের বিষয়ে জানেনা বলে শিকার করে।

তিনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন (PIO) এর উপরে দায়ভার দেয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার PIO সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে সেই অফিসারকে ফোনে পাওয়া যায়নি।

তাৎক্ষণিক ব্রীজ নির্মানের ঠিকাদার হোসেনের সাথে যোগাযোগ করলে হোসের বিভিন্ন তালবাহানা দেখাতে থাকে।

এসময় স্থানীয় বাসিন্দারা ব্রীজের বাজেট কৃত অর্থ আত্মসাৎ করার অফিযোগ করে সেই ব্রীজ ঠিকাদারের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দারা দুর্বল ভাঙ্গা ব্রীজটা এলাকর জন্য ঝুকিপূর্ণ তাই এই ঝুকিপূর্ণ ব্রীজটি পুনরায় নির্মানের দাবি জানায়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ