প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৩:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০২৫, ৮:৫২ এ.এম
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানাধীন ভূল্লী বাজারে কবিরুল নামে একব্যক্তিকে কুপিয়ে ঝখম করেছে দুর্বৃত্তরা।

মোঃ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও, বিশেষ প্রতিনিধি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও সদর উপজেলা ভূল্লী থানাধীন ভুল্লী বাজারে কবিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে দেশিয় অস্ত্র দ্বারা কুপিয়ে ঝখন করে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলে গিয়ে যানা যায় আহত ব্যক্তির নাম কবিরুল ইসলাম। ঠিকানাঃ ভুল্লী থানার আরাজী কেশুরবাড়ী।
আহত কবিরুল ইসলাম গত ৪ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় চোখে গুলিবিদ্ধ হয়।
চোখের চিকিৎসা করাতে ঢাকা জান কবিরুল ইসলাম।
ঢাকা থেকে চিকিৎসা নিয়ে বাড়ীর উদ্দেশ্যে গত কাল রাতে রওনা হয় কবিরুল ইসলাম।
আজ সকালে আনুমানিক ৫.৩০ মিনিটে বাস থেকে ভুল্লীতে নামেন কবিরুল। নামা মাত্রই ৪/৫ জন মোটরসাইকেল আরোহী অজ্ঞাত সন্ত্রাসীরা কবিরুলকে লক্ষ করে দেশিয় অস্ত্র দা দিয়ে এলোপাথারি কোপাতে এবং মারধর করে।
সন্ত্রাসীরা আশে পাশের লোকজনের টের পেয়ে আহত কবিরুলকে ফেলে চলে যায় পরে সন্ত্রাসীরা।
পরে স্থানীয়রা আহত কবিরুল ইসলামকে রক্তাক্ত অবস্থায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করায়।বর্তমান কবিরুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধী অবস্থায় আছেন
Copyright © 2025 cetonaibangladesh.news. All rights reserved.