মোহাম্মদ রায়হান
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঠাকুরগাঁও সরকারি কলেজ ক্যাম্পাস বর্ণিল সাজে সজ্জিত হচ্ছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কলেজের শিক্ষার্থীরা নানা রঙের আলপনায় ফুটিয়ে তুলছে বাঙালির ভাষা আন্দোলনের চেতনা।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি)
বিকেলে কলেজের প্রধান ফটক থেকে শুরু করে শহীদ মিনার পর্যন্ত শিক্ষার্থীরা নানা নকশার আলপনা একে সাজিয়ে তুলছে ক্যাম্পাস। বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে এসব আলপনায়। ভাষা আন্দোলনের স্মৃতি, একুশের প্রতীক চিত্র ও শহীদদের নামসহ নানা প্রতীকী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে আলপনায়।
কলেজ অধ্যক্ষ প্রফেসর জিন্নাতুন নাহার বলেন, "শিক্ষার্থীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা নিজেদের সৃজনশীলতা দিয়ে ভাষা আন্দোলনের চেতনাকে সবার সামনে তুলে ধরছে। এই ধরনের কর্মকাণ্ড তরুণ প্রজন্মকে নিজেদের সংস্কৃতির প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।"
শিক্ষার্থীদের মধ্যে আলপনা আঁকার দায়িত্বে থাকা একজন জানান, "আমরা আমাদের মাতৃভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের স্মরণে এই উদ্যোগ নিয়েছি। এটি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধার এক ছোট্ট প্রকাশ।"
আগামী ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে কলেজ প্রাঙ্গণের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হবে। এরপর থাকছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রচনা প্রতিযোগিতা। সব মিলিয়ে ঠাকুরগাঁও সরকারি কলেজে একুশে ফেব্রুয়ারি উদযাপনের প্রস্তুতি চলছে জোরেশোরে।