অপরাধ

ড়িগ্রামে ছাত্র-জনতার উপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতা

  প্রতিনিধি 16 January 2025 , 5:52:57 প্রিন্ট সংস্করণ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম

কুড়িগ্রামের রৌমারীতে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় যুবলীগ নেতা শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রৌমারী থানার ওসি মো. লৎফর রহমান বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, গত বছরের ৪ আগস্ট কোটাবিরোধী আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য ছাত্র-জনতার মিলে রৌমারী সরকারি কলেজ মাঠে সমবেত হয়।

তিনি বলেন, এ সময় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা আন্দোলনে অংশ নেওয়া সাধারণ শিক্ষার্থী-জনতার ওপর অবৈধ পিস্তল, দেশীয় অস্ত্র, চা পাতি, চাইনিজ কুড়াল ও ককটেলসহ বিভিন্ন অস্ত্রসহ অতর্কিত হামলা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় গত বছরের ২৭ ডিসেম্বর ইসরাফিল হক নামে এক ব্যক্তি বাদি হয়ে রৌমারী থানায় মামলা দায়ের করেন। যুবলীগ নেতা শফিকুল ইসলামকে অজ্ঞাত আসামি হিসেবে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ইতোমধ্যে এ মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ