প্রতিনিধি 19 August 2025 , 4:34:43 প্রিন্ট সংস্করণ
মোঃ ইস্রাফিল হোসেন ঝিকরগাছা প্রতিনিধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কবি জসিম উদ্দিন হলের আউটডোর গেমস ও ক্রিড়া সম্পাদক পদে লড়বেন যশোর ঝিকরগাছা উপজেলার কায়েমকোলা গ্রামের মাস্টার ফসিয়ার রহমানের সন্তান।
আরাফাত হুসাইন রাফি তার ফেসবুক স্টাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন। স্টাটাসে আরাফাত বলেন – ক্যাম্পাসে আমার পরিচয় একজন খেলার মানুষ হিসেবে। খেলাধুলা শুধু বিনোদন নয়—এটা আমাদের ঐক্য, ভ্রাতৃত্ব ও সুস্থ মানসিকতার প্রতীক। সেই বিশ্বাস থেকেই আমি সবসময় মাঠে সক্রিয় থেকেছি। আপনারা আমাকে হলের বিভিন্ন ইভেন্টে মাঠে দেখেছেন।
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি আমাদের তারুণ্যের স্পিরিট। আমি মাঠে যেমন খেলোয়াড় হয়ে লড়েছি, দায়িত্ব পেলে তেমনই সবার অধিকার ও স্বপ্নের পক্ষে লড়বো।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন আমার পথচলার শক্তি।