মোঃইকরামুল হোসেন
ক্রাইম রিপোর্টার
মাগুরা জেলা প্রতিনিধি।
মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলার রাজাপুর ইউনিয়নে! রাজাপুর দক্ষিণপাড়া ডাক্তার দক্ষিণ নারায়ণের বাড়িতে পূর্ব শত্রুতা কেন্দ্র করে রাতের আধারে ডাকাতি ও হামলা হয়েছে । এঘটনায় অমিয় বিশ্বাস মদন ( ৫৮) এক ব্যাক্তি কে দেশী ও বিদেশী অস্ত্রের সাহায্যে কুপিয়ে আহত করে ডাকাত সদস্যরা শুধু তাই নয় ঘরের ভিতর থেকেও নিয়েছে বিভিন্ন মালামাল স্বর্ণালংকার সহ নগত টাকা ভু্ক্তভোগী জানান নগদ টাকা ১৫ ষোল হাজার স্বর্ণালংকার ৫ থেকে সাড়ে পাঁচ ভরি। যার আনুমানিক মূল্য ৮ থেকে সাড়ে ৮ লক্ষ টাকা ঘটনার সংবাদ পেয়ে ছুটে আসেন নহাটা তদন্ত পুলিশ ফাঁড়ির সদস্য এবং মোহাম্মদপুর থানা ইনচার্জ আব্দুর রহমান সহ মাগুরা থেকে বিভিন্ন কর্মকর্তা অধিদপ্তরের সদস্যরা। উক্ত ডাকাতি বিষয়টি তদন্ত করার জন্য উপস্থিত হন পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (PBI)
ডাকাত সদস্যদের মধ্যে একজনকে সনাক্ত করেন এলাকাবাসী একই গ্রামের ছেলে মোঃ আমিনুর রহমান পিতা মানিক মিয়া গ্রাম রাজাপুর মিয়াপাড়া।