প্রতিনিধি 22 March 2025 , 7:28:19 প্রিন্ট সংস্করণ
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী ডিমলা প্রেসক্লাবের উদ্যোগে কলম সৈনিকদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(২১ মার্চ) সন্ধ্যায় ডাকবাংলো সংলগ্ন ডিমলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল শেষে দেশ, জাতি ও মানবতার কল্যাণে বিশেষ মোনাজাত করেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশিক উল ইসলাম লেমন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের সরদার ফজলুল হক, দৈনিক যুগান্তরের জাহিদুল ইসলাম, দৈনিক নয়া শতাব্দির আবু হোসেন, দৈনিক আমার সংবাদের মোঃ আবু তালেব, দৈনিক বাংলার মহিনুল ইসলাম সুজন, দৈনিক নওরেজর প্রদীপ অধিকারী, দৈনিক বাংলাদেশ বুলেটিনের বাসুদেব রায়, দৈনিক ভোরের চেতনার আব্দুল কুদ্দস, দেশের আলোর মোস্তাফিজুর রহমান, দৈনিক চৌকস সুজন কুমার, প্রথম খবরের হাফিজুল কবির, দেশ বর্তমানের রাকিবুল ইসলাম সেলিমসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিকবৃন্দ ও সুধিজন উপস্থিত ছিলেন।