ঢাকা, শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ খ্রী:
দীর্ঘ দুই যুগের অবসান ঘটিয়ে পুনরায় দাম্পত্য জীবনে ফেরায় সাংবাদিক মান্নু-মারিয়া দম্পতিকে সংবর্ধণা দিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বরগুনার সাংবাদিক মাহবুবুল আলম মান্নু এবং ডেনমার্কের নাগরিক রোমানা মারিয়াকে এ সংবর্ধণা দেওয়া হয়।
সংবর্ধণাকালে দু'জন তাদের দীর্ঘ ২৪ বছর পর পুনরায় দাম্পত্য জীবনে ফেরার গল্প তুলে ধরেন। মারিয়া তার বক্তব্যে স্বামীর সোহাগে সিক্ত, বাংলাদেশের মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোমানা রবিবার রাত ১০টায় ফিরে যাচ্ছেন তার কর্মস্থল ডেনমার্কের কোপেনহেগেনে।
সংবর্ধণা উপলক্ষে বিএমএসএফের পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা, কেক কাটার আয়োজন করা হয়।
উল্লেখ, দুই যুগ পর গত ৯ এপ্রিল মারিয়া বাংলাদেশে ফেরার পর ১০ এপ্রিল বরগুনায় নতুন করে বিয়ে সম্পন্ন হয়। ইতিপূর্বে মারিয়া ডেনমার্ক থেকে ফেরার আগে খ্রীস্টান ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। ১৯৯৭ সালে মান্নু-মারিয়ার বাংলাদেশে বিয়ে হয় এবং তিন বছর পর ২০০০ সালে ডেনমার্ক চলে যান। এরপর থেকে দুজনের যোগাযোগ বিচ্ছিন্ন ঘটে। নতুন করে দেড় বছর আগে ফেসবুকের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে পুনরায় সম্পর্ক গড়ে দুজন -দুজনের কাছাকাছি চলে আসেন।
সংবর্ধণাকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর, যুগ্ম সম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কেন্দ্রীয় নেতা সানজিদা আক্তার, শাওন বাঁধন, ঢাকা জেলার সদস্য মাসুম বিল্লাহ, কাজী সাকিব জামাল প্রমূখ।
এ সময় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি সাব্বির আহমেদ রনি, সাধারণ সম্পাদক মোকতার হোসেন, মুজিবর রহমান মুজিব প্রমূখ উপস্থিত থেকে নবদম্পতির জন্য দোয়া করা হয়।