প্রতিনিধি 14 February 2025 , 10:23:34 প্রিন্ট সংস্করণ
মোঃইকরামুল হোসেন
ক্রাইম রিপোর্টার, জেলা প্রতিনিধি মাগুরা।
মাগুরা জেলার শালিখা উপজেলার ধনেশ্বরগাতী ইউনিয়নের তিলখড়ি গ্রাম থেকে গোপন তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ৪:১৫ মিনিটের সময় অপারেশন ডেভিল হান্টের ৭ম দিনে অভিজান চালিয়ে অবৈধ অগ্নেয়াস্ত্রসহ আল-আমিন কাজী (৩৬)নামের এক যুবক কে আটক করেছে যৌথবাহিনী আল-আমিন একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম কাজীর ছেলে জানা যায় মাগুরা সেনা ক্যাম্পের বিএ-৭৩৩২ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনন্দ মোস্তফা মিশু,পিএসসি অধিনায়ক ১৪ বীর এর মাগুরা আর্মি ক্যাম্প, ১৪ বীর এর নেতৃত্বে উক্ত এলাকায় যৌথ বাহিনীর সদস্যরা অভিজান চালিয়ে আল আমিন (৩৬)কে অগ্নেয়াঅস্ত্র ও দেশীয় অস্ত্র সহ আটক করতে সক্ষম হয় উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড বন্দুকের তরতাজা গুলি, ১৪ টি ধারালো দেশীয় অস্ত্র ও ৪টি ঢাল উক্ত অভিযানে বিএ-১০০৩৩ মেজর সাফিন আল সাইফ পলক অংশ গ্রহন করেন জানা যায় এ পর্যন্ত অবস্থায় শালিখা থানায় মামলা হয়েছে।