নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে দুস্থ, অসহায় ও স্বামী-পরিত্যক্তা নারীদের জন্য ভিজিডি কার্ড বিতরণ করা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা দীর্ঘমেয়াদী খাদ্য সহায়তা পাচ্ছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে মোট ২৪৭ জন নারীকে ভিজিডি কার্ড প্রদান করা হয়। শুধু কার্ডই নয়, একইসঙ্গে তাদের মধ্যে চাল বিতরণও করা হয়। প্রতিটি কার্ডধারী আগামী দুই বছর ধরে প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি চাল পাবেন। এ উদ্যোগ দারিদ্র্য বিমোচনে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।
ভিজিডি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নুরুন্নাহার শাহজাদী, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী এবং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য সরকারের এ ধরনের সহায়তা তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। শুধু খাদ্য সহায়তাই নয়, ভবিষ্যতে নারীর কর্মসংস্থান সৃষ্টিতেও সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে।
স্থানীয় নারীরা ভিজিডি কার্ড পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তারা মনে করেন, নিয়মিত এ সহায়তা পেলে পরিবারে অভাব অনেকটাই কমবে।