পাইকগাছা উপজেলা প্রতিনিধি,খুলনার পাইকগাছায় শিক্ষক দম্পতি ও ড্রিম ফোর হাসপাতালের চেয়ারম্যানের বাড়ীতে গভীর রাতে সন্ত্রাসীদের হামলা চালানোর ঘটনা ঘটেছে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাত আনুমানিক ১১ টার দিকে। গৃহকর্তা প্রভাষক ও ড্রিমফোর হাসপালের চেয়ারম্যান রাকিব উদ্দীন ভিডিও সাক্ষাৎকারে বলেন,আমার স্ত্রী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও আমার কন্যা সন্তান খাওয়ার পর ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। এর মধ্যে শিমুল ও যুবদল নেতা হুরায়রা বাদশার নেতৃত্বে ১০-১২ জন যুবক আমার বাড়ীতে সন্ত্রাসী হামলা চালায়। উচ্চস্বরে চীৎকার করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে।আমাদেরকে দোতলা থেকে নীচে নেমে আসতে বলে। আমার বাড়ীর দরজায় ভাংগার চেষ্টা করে। তাকে জীবন নাশের হুমকি দেয়। আমি এ সময় থানায় ওসি সাহেবের কাছে মোবাইল করলে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠান। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।
এসময়ে আশেপাশের লোকেরা ভীত সন্ত্রাস্থ হয়ে পড়ে। এব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানা যায়। এব্যাপারে এটিএম শিমুল জানায়,আমরা তার কাছে প্রোজেক্টের টাকা আনতে যাই। এরপর তাকে ডাকাডাকি করি। থানা অফিসার ইনচার্জ (তদন্ত) তুষার কান্তি দাশ বলেন,রাতে মোবাইলে সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়েছি। তাদেরকে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বলা হয়েছে।