অন্যান্য

ড্রোন শোতে নতুন বাংলাদেশের এগিয়ে চলার প্রত্যয়

  প্রতিনিধি 14 April 2025 , 7:52:44 প্রিন্ট সংস্করণ

 

নতুন বছর, নতুন বাংলাদেশ’ শ্লোগানে ১৪৩২ বাংলা নববর্ষ উদযাপনে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ড্রোন শো। আয়োজিত শোতে ছিলো জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে জেগে ওঠা নতুন বাংলাদেশের এগিয়ে চলার বার্তা।

 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার আকাশ আলোকিত করেছে নজরকাড়া ও অর্থবহ ড্রোন প্রদর্শনী। চীনা দূতাবাসের সৌজন্যে এবং বাংলাদেশ সরকার ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে। এ শোতে অংশ নেয় দুই হাজার ৬০০ ড্রোন।

 

বিকেল ৩টায় শুরু হওয়া কনসার্টের পর সন্ধ্যা ৭টায় শুরু হয় ড্রোন শো, যা ছিলো সবার জন্য উন্মুক্ত। দিনব্যাপী এই উৎসবকে ঘিরে রাজধানীবাসীর মধ্যে উচ্ছ্বাস ও আগ্রহের কমতি নেই।সন্ধ্যা ৭টায় শুরু হওয়া ড্রোন শোতে সংসদের আকাশে ১২টি মোটিফ প্রদর্শনের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে একে একে বুক চিতিয়ে দাড়ান শহীদ আবু সাঈদ, পানি হাতে আসেন শহীদ মীর মুগ্ধ।১৪ মিনিটের ড্রোন শোতে মুক্তির আনন্দ, আন্দোলনের নারী, ঐতিহ্যবাহী বাংলাদেশি সংস্কৃতি, জাতীয় ঐক্য এবং চীন ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তুলে ধরা হয়। এছাড়াও ছিল ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে বাংলাদেশের জনগণের সংহতি প্রকাশ করে একটি দৃশ্য।

 

এর আগে, গত শনিবার সন্ধ্যায় সংসদ ভবনের সামনে মহড়ায় প্রথমবারের মতো আকাশে ভেসে ওঠে ড্রোনচিত্র ও রঙিন লেজার রশ্মি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ