অন্যান্য

ঢাকার আশুলিয়ায় ভূয়া ডিবি আটক

  প্রতিনিধি 18 April 2025 , 3:03:35 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু

 

ঢাকার আশুলিয়ায় ডিবি (গোয়েন্দা পুলিশ) পরিচয়ে এক ব্যবসায়ীকে জোরপূর্বক গাড়িতে তোলার চেষ্টা করে ধরা পড়েছেন সাদ্দাম হোসেন রাজিব (৩০) নামের এক যুবক।

 

ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল ) দুপুর ১২টার দিকে আশুলিয়ার বাইপাইলের বসুন্ধরা এলাকায়। স্থানীয়রা জানান, রাজিব নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক ব্যবসায়ীকে তার গন্তব্যে নিয়ে যাচ্ছেন বলে দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয় জনতা তাকে ঘিরে ফেলেন এবং জিজ্ঞাসাবাদে ভুল বাল উত্তর দিতে থাকেন তিনি।

 

পরবর্তীতে জনগণের সহায়তায় তাকে আটক করে আশুলিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।

 

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কামাল জানান, আটককৃত যুবক ডিবি পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

পুলিশের পক্ষ থেকে সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে এবং এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে দ্রুত থানায় জানাতে বলা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ