অন্যান্য

” ঢাকা চাঁদার দাবিতে ব্যবসায়ীকে তুলে নিয়ে গুলি, গ্রেফতার ১ ” 

  প্রতিনিধি 5 January 2025 , 6:51:21 প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার ঢাকা:

 

ঢাকার সাভারে চাঁদার দাবিতে থার্টিফার্স্ট নাইটে রমজান আলী (৪৪) নামে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে গুলির ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে (৪০) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

রোববার (৫ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা জালাল উদ্দিন।

এর আগে শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মোশাকে গ্রেফতার করে ডিবি।

সন্ত্রাসী মোশারফ হোসেন মোশা সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর এলাকার মৃত শাহজাহান বেপারীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে গোয়েন্দা পুলিশ জানায়, ব্যবসায়ী রমজান আলী দীর্ঘ দিন ধরে সাভারের হেমায়েতপুর এলাকায় তার ব্যবসা পরিচালনা করে আসছেন। সম্প্রতি তার কাছে চাঁদা দাবি করে গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোশা। ভুক্তভোগী ব্যবসায়ী সেই চাঁদার টাকা না দেওয়ায় থার্টিফার্স্ট নাইটে তাকে অপহরণ করে মোশা ও তার দলবল। পরে হেমায়েপুরের গ্রীণ সিটি এলাকায় নিয়ে গিয়ে ওই ব্যবসায়ীকে বৈদ্যুতিক পিলারের সঙ্গে বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে মোশা তার হাতে থাকা পিস্তল দিয়ে ভুক্তভোগী ব্যবসায়ীর ডান পায়ে গুলি করে।

এ ব্যাপারে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, থার্টিফাস্টের রাতে ব্যবসায়ীকে চাঁদার দাবিতে তুলে নিয়ে গিয়ে গুলির ঘটনায় স্থানীয় শীর্ষ সন্ত্রাসী মোশারফ হোসেন মোশাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্রটি উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ