অন্যান্য

” ঢাকা ধামরাইয়ে অবৈধ ৫ ইট ভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা”

  প্রতিনিধি 9 January 2025 , 12:48:20 প্রিন্ট সংস্করণ

 

স্টাফ রিপোর্টার ঢাকাঃ

 

ধামরাইয়ে অবৈধ ৫ ইট

ভাটাকে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

ঢাকার ধামরাইয়ে পাঁচ অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানাসহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশে অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস করা হয়।

অভিযানটি পরিচালনা করেন ঢাকা জেলা পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার।

বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে মদীনা ব্রিকসকে ৫ লাখ, সাজেদা ব্রিকসকে ৫ লাখ, নুর ব্রিকসকে ৬ লাখ, রাহাত ব্রিকসকে ২.৫ লাখ, মেসার্স মাস্টার ব্রিকসকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া নুর ব্রিকসের চিমনি ধ্বংস করা হয়।

নাটোরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার জানান, ধামরাই উপজেলার ৫টি অবৈধ ইটভাটায় পরিবেশের এবং জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪ লাখ ৫০ হাজার টাকা নগদ জরিমানাসহ ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ