অন্যান্য

ঢাকা রেল স্টেশন ডিসপ্লে বোর্ডে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা: কর্মকর্তা সাময়িক বরখাস্ত

  প্রতিনিধি 28 October 2024 , 4:42:01 প্রিন্ট সংস্করণ

ঢাকা রেলওয়ে স্টেশনের প্রবেশমুখের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” প্রদর্শন করার অভিযোগে কর্তৃপক্ষ এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে ঘটনা তদন্তের জন্য ৪-সদস্যের কমিটি গঠন করেছে।

ঘটনাটি “অন্তর্ঘাতমূলক” কিনা, সেটা খতিয়ে দেখার জন্যও সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) বাংলাদেশের রেলপথ মন্ত্রণালয়ের একটি প্রেস রিলিজে জানানো হয়, শনিবার সকাল প্রায় ৯টায় ঢাকা রেলওয়ে স্টেশনের যাত্রী প্রবেশপথের প্রধান গেইটের উপর স্থাপিত এলইডি ডিজিটাল ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি “ভেসে ওঠার ঘটনা রেলওয়ে বিভাগের নজরে আসে।”

“উক্ত ঘটনায় ঢাকা স্টেশনে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়,” মন্ত্রণালয় তাদের প্রেস রিলিজে বলে।

“ডিসপ্লে বোর্ডে “আওয়ামী লীগ জিন্দাবাদ” স্লোগান প্রদর্শনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ,” তারা জানান।

রেল কর্তৃপক্ষ জানায়, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার দিন “ভোর আনুমানিক ০৫:৫৬ থেকে ০৫:৫৮ ঘটিকার মধ্যে ডিসপ্লে বোর্ডের লেখা পরিবর্তনের সাথে জড়িত সন্দেহে তিনজনকে শনাক্ত করা হয়েছে।”

“এই ঘটনার পর বৈদ্যুতিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত ইন-চার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে,” প্রেস রিলিজে বলা হয়। একই সাথে, রেলওয়ে বিভাগের একজন নিরাপত্তা কর্মীকে দায়িত্বে অবহেলার অভিযোগে ভৈরবে বদলি করা হয়েছে।

ঘটনা তদন্ত করার জন্য বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে আহবায়ক করে ৪-সদস্যর একটি কমিটি গঠন করা হয়েছে এবং তাদের দুই দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে বলে প্রেস রিলিজে জানানো হয়।

“রেলওয়ে পুলিশ সুপার ঢাকাকে বিষয়টি অবহিত করে উক্ত ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে,” প্রেস রিলিজে বলা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ