রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকা :
সাভার পৌর এলাকার রেডিওকলোনীতে গাড়ীর শো-রুমে বুধবার দিবাগত রাতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। এবিষয়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মনির হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্র ও প্রতিষ্ঠানটির সিসিটিভির ফুটেজে দেখা গেছে, ২০/২২ বছরের এক যুবক রেডিওকলোনীর মেসার্স মামুন এন্ড ব্রাদার্স নামিয় গাড়ী বিক্রয়ের শো রুমে টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে।
সেখানে থাকা দেড় লক্ষ টাকা মূল্যমানের একটি ল্যাপটপ, তিন লক্ষ টাকা মূল্যমানের বিভিন্ন রকমের গাড়ীর যন্ত্রাংশ, নগদ ৭০ হাজার টাকা ও একটি সাইড ব্যাগে নিয়ে পুনরায় কাটা টিনের চাল দিয়ে পালিয়ে যায়।
টাকা ও মূল্যবান সামগ্রী চোর তার সাথে থাকা সাইড ব্যগে লুকিয়ে নেয়। এ ঘটনার পর সাভার মডেল থানার এস আই মনির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি এবং বিষয়টি তদন্ত চলছে।