অন্যান্য

ঢাকা সাভারে ডেভিল হান্টে কুটি মোল্লাসহ গ্রেফতার ১৩

  প্রতিনিধি 12 February 2025 , 9:42:06 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার : 
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে সাভারের বিভিন্ন এলাকা থেকে ১৩ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। আজ মঙ্গলবার (১১ ফ্রেব্রুয়ারী) রাতে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির এ কথা জানান। এ সময় সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা ও ইন্সেপেক্টর (তদন্ত) আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম রাজীবের ছোট মামা আখতারুজ্জামান কুটি মোল্লা। তাকে সোমবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মাদপুর এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশ আটক করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আখতারুজ্জামান (কুটি মোল্লা) সাভার মডেল থানা হাজতে রয়েছে। এ ছাড়া বাকী ১২ জনকে আদালতে পাঠানো হয়েছে।
সাভার সার্কেল মোঃ শাহীনুর কবির আরো জানান, ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের নির্দেশে এবং সাভার মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞা এর নেতৃত্বে সাভার মডেল থানার একটি বিশেষ টিম ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করে। টিমটি ঢাকায় এবং সাভারের বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন, মামা আখতারুজ্জামান (কুটি মোল্লা), মো: দেলোয়ার হাওলাদার (৫৭), যুবরাজ ইসলাম লিমন (২২), সাইফুল ইসলাম (৩৪), মো: শওকত আলী (৬৫), মো: আব্দুর রাজ্জাক (৪৩), রুহুল আমীন (৫৫), মো: নাছির হোসেন (২৪), মো: সেলিম ভূঁইয়া (৫০), মো: আনোয়ার হোসেন মাঝি (৪৪), মো: শাহাদাত হোসেন (৩৪), আসমা খানম শিল্পী (৩৭) ও মো: আবুবকর ছিদ্দিক (৪৮)।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের বেশিভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে পরিস্থিতি অশান্ত করা এবং আওয়ামী ফ্যাসিবাদের দোসর হিসেবে নানা ধরনের অপকর্মে লিপ্ত হওয়ার অভিযোগ রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ