অন্যান্য

” ঢাকা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ১”

  প্রতিনিধি 28 November 2024 , 6:00:02 প্রিন্ট সংস্করণ

 

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

 

ঢাকা সাভারে পাওনা টাকার জন্য বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ঘাতক রনি প্রামাণিককে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় হত্যাকান্ডে ব্যবহৃত একটি ধারালো পুরাতন স্টীলের কাঁচি উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে সাভার মডেল থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।

 

এরআগে গত ৮ নভেম্বর রাতে সাভার মডেল থানাধীন আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া মহল্লার মিজানুর রহমানের অটোরিক্সা গ্যারেজের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় মুক্তার হোসেনকে ছুরিকাঘাকাতে হত্যা করে তার বন্ধু রনি প্রামাণিক।

 

নিহত মুক্তার হোসেন (৩৪) কুমিল্লা জেলার মুরাদনগর থানার ভিটি পাঁচ পুকুরিয়া গ্রামের মৃত আজিজের ছেলে। সে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী পশ্চিমপাড়া এলাকায় ভাড়া থেকে রাজধানী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতো।

 

অন্যদিকে গ্রেপ্তারকৃত রনি প্রামাণিক (২৬) পাবনা জেলার বেড়া থানার মাছখালী গ্রামের শহিদ প্রামাণিকের ছেলে। সে সাভারের আমিনবাজার বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মোজাম্মেল হকের বাড়ির ভাড়াটিয়া এবং মোক্তার হোসেনের বন্ধু।

 

সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, বন্ধুত্বের সুবাদে নিহত মুক্তার হোসেন আসামী রনি প্রামাণিকের কাছ থেকে ১৫০০ টাকা ধার নেয়। উক্ত ধারের টাকাকে কেন্দ্র করিয়া আসামী রনি প্রামাণিক গত ৮ নভেম্বর রাতে ধারালো চাকু দ্বারা মুক্তারকে খুন করে। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়ে মৃত মুক্তারের স্ত্রী শাহানাজ আক্তার বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা (নং-২১) দায়ের করেন।

 

এ ঘটনায় ঢাকা জেলার অতিরিক্ত ডিআইজি আহম্মদ মুঈদ এর তত্ত্বাবধানে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিঞার নেতৃত্বে এসআই মোঃ ফয়সাল আলম ও সঙ্গীয় ফোর্সসহ একটি বিশেষ টিম তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার পাবনা জেলাধীন আমিনপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনার এক পর্যায়ে আমিনপুর থানার নগরবাড়ি ঘাট রঘুনাথপুর মোড় জনৈক টুটুল এর চায়ের দোকানের সামনে হইতে আসামী রনি প্রামাণিক (২৬) কে গ্রেপ্তার করেন এবং তার নিকট হতে একটি ধারালো পুরাতন স্টীলের কাঁচি উদ্ধার করেন।

 

এছাড়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মুক্তার হোসেনকে ধারালো চাকু দ্বারা আঘাত করে হত্যা করার কথা স্বীকার করেন। এঘটনায় রনি প্রামাণিককে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ