অন্যান্য

” ঢাকা সাভারে বন্ধ থাকা টিএমআর কারখানা চালুর নির্দেশনা “

  প্রতিনিধি 27 December 2024 , 8:03:03 প্রিন্ট সংস্করণ

 

 

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা :

 

সাভারে বন্ধ থাকা গবাদিপশুর জন্য পুষ্টিকর খাবার তৈরির কারখানা টোটাল মিক্সড রেশন (টিএমআর) চালুর নির্দেশনা দিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা সাভারের কলমা এলাকায় অবস্থিত টিএমআর কারখানাটি পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন।

সাভার কেন্দ্রীয় গো-প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা জানান, আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টিএমআর কারখানা পরিদর্শনে আসেন উপদেষ্টা ফরিদা আখতার। তিনি কারখানাটির বিভিন্ন যন্ত্রপাতি ও স্থাপনা ঘুরে দেখেন।

পরে প্রাণি সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে টিএমআর বন্ধ থাকার কারণগুলো শোনেন। কর্মকর্তারা তাকে কারখানা চালুর জন্য জনবল প্রয়োজন বলে জানালে তিনি দ্রুত কারখানাটি চালুর বিষয়ে নির্দেশনা দেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এ.বি.এম খালেদুজ্জামান বলেন, ‘মূলত জনবলের অভাব এখানে মূল সমস্যা। টিএমআর কারখানাটি কিভাবে দ্রুত সময়ের মধ্যে চালু করা যায় সে বিষয়ে উপদেষ্টা মহোদয় আমাদের নির্দেশনা দিয়েছেন।

আমরা দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানে চেষ্টা করছি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ