অন্যান্য

ঢাকা সাভারে বিওয়াইএফসি আন্তঃক্লাব ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত “

  প্রতিনিধি 25 February 2025 , 2:41:08 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী

 

ঢাকা সাভার উপজেলা ওয়াইএমসিএ’র উদ্যোগে ঘুড়ি উৎসব প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার গেন্ডা পুকুরপাড় মাঠ প্রাঙ্গণে এই প্রাণবন্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

একে সাভারের তেইশটি বিদ্যালয়ের প্রায় চার শতাধিক শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ আলম, উপ- পরিচালক* (অতিরিক্তঃ দা), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল মিঞা, অফিসার ইনচার্জ সাভার মডেল থানা প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্ন এর জাতীয় পরিচালক ড. পিটার হালদার।

প্রতিযোগিতা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি খোরশেদ আলম তার বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নৈতিক চরিত্র গঠনের দিকে মনোনিবেশ করেন।

বিশেষ অতিথি জুয়েল মিঞা ও উক্ত অনুষ্ঠানের সভাপতি ড. পিটার হালদারও তাদের নিজ নিজ বক্তব্যে মাদকের ভয়াবহ দিকের দিকে ইঙ্গিত করে শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে আহ্বান জানান। ভবিষ্যতেও বিওয়াইএফসি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন সংগঠনের কর্তাব্যক্তিরা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ