রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার :
সাভারে চতুর্থ হিফজুল কোরআন প্রতিযোগীতা অ্যাওয়ার্ড প্রদান ও বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে বার্ষিক পূরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দক্ষিন গাজীর চট টাইগার মাঠে ইনতিসাব ফাউন্ডেশন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর চৌধুরী মাহমুদ হাসান।
ইনতিসাব ফাউন্ডেশনের চেয়ারম্যান হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি শিক্ষাবিদ ড. মুহম্মদ শাহজাহান মাদানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবলে নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.সাইফুল ইসলাম রফিক। এ ছাড়াও সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।