অন্যান্য

ঢাকা সাভার ফ্রেন্ডস অ্যালায়েন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

  প্রতিনিধি 9 February 2025 , 6:43:21 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার : 
ঢাকা সাভারে ফ্রেন্ডস অ্যালায়েন্স ক্রিকেট চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সাভারের বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর কাজীপাড়া এলাকার কৃষিবিদের মাঠে এই ক্রিকেট চ্যাম্পিয়নশিপের খেলা অনুষ্ঠিত হয়। খেলাটি ভাইকিং রাইডার্স ও ওয়ারদা লায়ন্স এর মধ্যে অনুষ্ঠিত হয়।
খেলায় ভাইকিং রাইডারস ১৮৬ রান করে টার্গেট দিলে ওয়ারদা লাইয়ন্স ১৩৮ করতে সক্ষম হলে ৪৮ রানে চ্যাম্পিয়ন হয় ভাইকিং রাইডারস। এ সময় খেলায় ১০৩ রান করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয় ভাইকিং এর পারভেজ আহমেদ সুমন।এছাড়াও বেস্ট প্লেয়ার অফ দা ম্যাচ নির্বাচিত হন রানার্সআপ দল ওয়ারদা লায়ন্স এর শফিকুল ইসলাম সবুজ।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার ফ্রেন্ডস অ্যালায়েন্স সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ অ্যাডভোকেট মেহেদী হাসান মাসুম। উপস্থিত ছিলেন তার সহধর্মিণী নারী উদ্যোক্তা দেওয়ান ইদ্রিস ল’ কলেজের প্রভাষক অ্যাডভোকেট তানজিনা আফরিন।এসময় বক্তব্য রাখেন,সংগঠনের সদস্য আইকন স্কুল এন্ড কলেজ এর সেক্রেটারি শফিকুল ইসলাম সবুজ, ইনোভো স্টিল অ্যালাইন্স লিমিটেড এর বিজনেস হেড ইঞ্জিনিয়ার ফিরোজ আহমেদ, দ্যা ব্ল্যাক এর ক্রিয়েটিভ ডিজাইনার সম্রাট, বিশিষ্ট ব্যবসায়ী শাহজাহান, একেএস সিস্টেম এর সফটওয়্যার ডেভেলপমেন্ট হেড রায়হান জান্নাত, বিশিষ্ট ব্যবসায়ী মনিরুজ্জামান মনির,বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী উফাজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাসির, ওয়ালটন এর জেনারেল ম্যানেজার সুলতান মাহমুদ, গ্রাউন্ড ইন্সট্রুমেন্ট এন্ড ইঞ্জিনিয়ারিং পিটিই লিমিটেড এর জিওলজিস্ট মোঃ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়াদ, মুরাদ, শাহীন,রফিক, জাকির, সহ উপস্থিত ছিলেন, প্রান্ত,ওফাজউদ্দিন,শামীম, ফাহিম, তাসফিক, সুজন,আতিফ,সজিব,মোজাম্মেল,,ইসমাম,তাহমিদ,জোনায়েদ, বিশিষ্ট ব্যবসায়ী বশির, তুষার, আশরাফ, রনি, রবি সহ আরও শতাধিক সদস্য ও বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। পুরস্কার অনুষ্ঠান সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সবুজ।
এসময় প্রধান অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ বক্তব্যে সাভার ফ্রেন্ডস অ্যালায়েন্স সংগঠনের যাত্রা উপলক্ষে সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন যেন আগামীতে সংগঠনটি খেলাধুলা সহ সামাজিক বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারে।
একই সাথে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে উন্নয়ন ও সেবামূলক কাজের মধ্য দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান অতিথি মেহেদী হাসান মাসুম বক্তব্যে বলেন, খেলাধুলা বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল”এই স্লোগানকে সামনে রেখে সাভার ফ্রেন্ডস অ্যালায়েন্স যে ক্রিকেট খেলার আয়োজন করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, নেশা মুক্ত যুবসমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। একজন পৃষ্ঠপোষক হিসেবে এই সংগঠনের সাথে থেকে সকল সহায়তা ও সহযোগিতা আমি করবো।সমাজের উন্নয়ন ও সেবামুলক কাজে এধরণের সংগঠন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে আমি মনে করি।
এসময় সাভার ফ্রেন্ডস অ্যালায়েন্স চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর স্পন্সর হিসেবে ছিলো, ইউনান ইঞ্জিনিয়ারিং এন্ড কন্সট্রাকশন কোং লি:,সিদ্দিকস সিডস, ইনোভো গ্রুপ বিডি এর অঙ্গ প্রতিষ্ঠান- ইনোভো স্টিল এল্যাইন্স লিমিটেড:, জে.কে প্রিন্টার্স, ফরাজী হাসপাতাল লি:, দ্যা ব্ল্যাক এবং মিডিয়া পার্টনার ছিল দৈনিক ফুলকি, নতুন ভোর ও গনতদন্ত পত্রিকা।এসময় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ