ঢাকা সাভারে ছাত্র-জনতার গণআন্দোলনে শহীদ পরিবারের দায়ের করা এক জোড়া হত্যা মামলায় সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডারদের সেনাপতি সাভার উপজেলা শ্রমিক লীগ নেতা ও মলমপার্টি-ছিনতাইকারী চক্রের হোতা সালাম ফরাজী ওরফে ধান্দা ফরাজকে গ্রেফতার করেছে ঢাকা সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোর রাতে ঢাকা সাভারের মজিদপুর এলাকায় অভিযান পরিচালনা করে
ধান্দা ফরাজকে গ্রেফতার করা হয়। তিনি ঢাকা সাভার পৌর এলাকার মজিদপুর মহল্লার সাদেক আলী ফরাজির ছেলে হলেও দীর্ঘদিন যাবত ঢাকা সাভারের শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের পালিত ছেলে হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তার করতেন।
ঢাকা সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কাদের শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।