অন্যান্য

ঢাবিতে গণবিয়ের আয়োজন না করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধ

  প্রতিনিধি 16 September 2024 , 8:44:37 প্রিন্ট সংস্করণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৭

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ঢাবি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে শিক্ষার্থী কর্তৃক গণবিয়ের আয়োজন তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ বলে জানিয়েছে ঢাবি প্রশাসন। তাছাড়া, এই উদ্যোগে কর্তৃপক্ষ অনুমোদন দেয়নি এবং তা না করতে শিক্ষার্থীদের অনুরোধ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষার স্থান, তাই এখানে এমন আয়োজন না করার কথা উল্লেখ করে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত রীতিনীতি এবং বর্তমান সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় এ ধরনের সামাজিক অনুষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো ধরনের সংশ্লিষ্টতা থাকার সুযোগ নেই। যে বা যেসব শিক্ষার্থী এই উদ্যোগ গ্রহণ করেছেন তা তাদের একান্ত ব্যক্তিগত উদ্যোগ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি বিদ্যায়তনিক প্রতিষ্ঠান এবং বিদ্যাচর্চা করার স্থান। তাই বিশ্ববিদ্যালয়ের যেকোনো পর্যায়ে এ ধরনের আয়োজন, অভ্যর্থনা বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাচ্ছি।

 

কেএইচ/পিএইচ

আরও খবর

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মনিরামপুরে বাসের ধাক্কায় নিহত ২, আটক ১

আশুগঞ্জে ২৫০০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ, দুই যুবক গ্রেপ্তার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে অসুস্থ পর্যটকের মৃত্যু

সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন 

মনিরামপুর হিংসার বানে বাঁধ ধ্বসে কয়েকশ’ কৃষকের স্বপ্ন ভঙ্গ

                   

জনপ্রিয় সংবাদ