অপরাধ

তজুমদ্দিনে যৌথবাহিনীর অভিযানে ইউপি চেয়ারম্যান আটক!

  প্রতিনিধি 10 March 2025 , 10:45:07 প্রিন্ট সংস্করণ

খন্দকার নিরব, ভোলাঃ

ভোলার তজুমদ্দিনে ডেভিল হান্টের অংশ হিসেবে যৌথ বাহিনী অভিযান চালিয়ে নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যানকে আটক করেন। পরে আটক চেয়ারম্যানকে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। সুত্রে জানা গেছে, ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার দুপুর ২টায় কোষ্টগার্ড ও পুলিশ শশীগঞ্জ মধ্য বাজারে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং তজুমদ্দিন উপজেলা শ্রমিকলীগের সভাপতির টুটুল তালুকদারের যৌথ মালিকানাধীন ডাচবাংলা এজেন্ট ব্যাংকে অভিযান পরিচালনা করেন। এ সময় নাশকতার অভিযোগে আ’লীগ নেতা ও বড় মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান নুরনবী সিকদার বাবুলকে আটক করেন। পরে আটক চেয়ারম্যান নুরনবী সিকদারকে তজুমদ্দিন থানা পুলিশের নিকট হস্তান্তর করেন কোষ্টগার্ড সদস্যরা। জানা গেছে, নুরনবী সিকদার ২০০৩ সাল থেকে মলংচড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। সীমানা বিরোধের মামলা থাকায় ওই ইউনিয়নে প্রায় ২২ বছর নির্বাচন বন্ধ রয়েছে। সে ওই ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন বলেও জানা যায়। তজুমদ্দিন থানার এস আই মাসুম বলেন, ডেভিল হান্টের অভিযানের অংশ হিসেবে চেয়ারম্যান নুরনবী সিকদারকে আটক করেন যৌথ বাহিনী। তিনি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রকৃয়াধীন রয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ