অপরাধ

তজুমদ্দিন ১ কেজি গাাঁজাসহ বাহিনীর প্রধান আটক

  প্রতিনিধি 11 March 2025 , 6:53:59 প্রিন্ট সংস্করণ

খন্দকার নিরব, ভোলাঃ
ভোলার তজুমদ্দিনে পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ এক বিক্রেতাকে আটক করেছেন। এঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার প্রস্তুুতি নিচ্ছেন।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ২টায় তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মাসুদের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলার চাঁচড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে ১কেজি গাঁজাসহ বিক্রেতা মিলন (৪৮) কে আটক করেন।
গাঁজাসহ আটক মিলনের বিরুদ্ধে তজুমদ্দিন থানায় ২০২৪ সালের একটি মারামারির মামলায় ওয়ারেন্ট রয়েছে। এছাড়াও আটক মিলন এক সময় মেঘনার জলদস্যু মিলন বাহিনীর প্রধান হিসেবে পত্রিকার শিরোনাম হয়েছে।
তজুমদ্দিন থানা ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আলাউদ্দিন মাসুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আসামী মিলনের বসত ঘরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলার কার্যক্রম শেষ হলে আসামিকে জেল হাজতে প্রেরণ করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ