এস এম পারভেজ তালুকদার,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ ও মিথ্যা মন্তব্যের প্রতিবাদে নাটোরের গুরুদাসপুরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৪টায় গুরুদাসপুর সদরের গুরুত্বপূর্ণ স্থানে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হাজী আমজাদ হোসেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য হাজী নাজিমউদ্দীন সরদার, পৌর বিএনপির দারুন সরদার, নাজমুল হক নজু, মশিন্দা ইউনিয়ন বিএনপির আব্দুল মান্নান মাষ্টার, উপজেলা বিএনপির লালন বিশ্বাসসহ উপজেলার ছয়টি ইউনিয়ন ও পৌরসভার শতাধিক নেতাকর্মী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে তারেক রহমানের নামে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত করতে চাইছে। এর তীব্র প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করতে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
সমাবেশে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন নাটোর জেলা আহবায়ক কমিটির সদস্য ও গুরুদাসপুর-বড়াইগ্রামের নেতাকর্মীদের প্রিয় মুখ ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু। তিনি বলেন, “তারেক রহমান এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাকে নিয়ে কটূক্তি মানেই দেশের গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।”
বিক্ষোভ সমাবেশ শেষে নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন এবং ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।