অন্যান্য

তালতলীতে পিস্তলসহ সন্ত্রাসী আটক, সন্ত্রাসীর গুলিতে আহত ১।

  প্রতিনিধি 25 November 2024 , 10:51:59 প্রিন্ট সংস্করণ

 

মোঃ শাহজালাল, বরগুনাঃ

বরগুনার তালতলীতে সন্ত্রাসীর গুলিতে সগির হোসেন(৩৪) নামের এক ব্যক্তির পায়ে গুলি করেছে মাদক বিক্রেতা সন্ত্রাসী জাকির হোসেন। এতে পিস্তলসহ জাকিরকে (৪৫) স্থানীয়রা গনধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সোমবার (২৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সগির হোসেন উপজেলার বড়পাড়া এলাকার মন্নান হাওলাদারের ছেলে। মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জাকির উপজেলার এইক এলাকার ময়জদ্দিনের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী জাকির হোসেন এলাকায় বিভিন্ন সময় ইয়াবাসহ মাদক বিক্রি করে আসছে। ঐ এলাকার সগির হোসেনসহ এলাকাবাসী মাদক বিক্রিতে বাধা দেয়। এই জের ধরে ২৫ নভেম্বর সকালে সগির হোসেনের ভাই কবির হোসেন ঐ এলাকার একটি দোকানে চা খেতে আসেন। এ সময় মাদক বিক্রেতা জাকির হোসেন কবিরকে দেখে গালিগালাজ শুরু করেন। এক পর্যায় মারধর করেন।এই বিষয়টি কবিরের ভাই সগিরকে জানান তিনি ঘটনাস্থলে আসলে জাকিরকে বিষয়টি জিজ্ঞেস করলে তার সাথে থাকা নাইন এমএম পিস্তল দিয়ে সগিরের পায়ে ৫ রাউন্ড গুলি করেন। এতে সগির হোসেন মাটিতে লুটিয়ে পরেন। গুলির শব্দ শুনে স্থানীয় জনতা জাকির হোসেনকে অস্ত্রসহ আটক করে গনধোলাই দেয়। পরে পুলিশকে খরব দিলে ঘটনাস্থলে পুলিশে এসে আহত সগিরকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। একই সাথে গনধোলাইয়ে আহত ৯ এমএম পিস্তল,৭ রাউন্ড গুলিসহ জাকিরকে আটক করে পুলিশ হেফাজতে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় আরও অস্ত্র সন্দেহে জাকিরের মাদকের আড্ডা খানায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে একটি দেশী অস্ত্র উদ্ধার করেন।

তালতলী থানার ওসি (তদন্ত) মো. ইমরান আলম বলেন সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ মাদক বিক্রেতা ও সন্ত্রাসী জাকিরকে আটক করি। ছগিরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। পরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন জাকির চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।

 

মোঃ শাহজালাল

বরগুনা

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

দুঃসংবাদ সঙ্গী করে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

পাইকগাছায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা) খুলনার পাইকগাছায় পারিবারিক কলহের জেরে বিষপানে হীরা মন্ডল (২২) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছে। সোমবার দুপুরে উপজেলার গড়ইখালী ইউনিয়নের আমিরপুর গ্রামে‌ এঘটনা ঘটে। হীরা মন্ডল ওই বাড়ির অনুপ মন্ডলের স্ত্রী। এবং পাশ্ববর্তী লস্কর ইউনিয়নের খড়িয়া গ্রামের দেবাশিষ মন্ডলের মেয়ে। তিন বছর আগে পারিবারিক ভাবে হীরা মন্ডল ও অনুপ মন্ডল বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারিক দ্বন্দ্বে শশুর-শাশুড়ির সাথে অভিমান করে তিনি বিষ পান করেন। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো. সবজেল হোসেন জানান, পারিবারিক কলহের জেরে বিষপান করে আত্মহত্যা করে হীরা মন্ডল নামের এক গৃহবধু। মৃতদেহ ময়নাতদন্তের জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জে ৫ আওয়ামীলীগ নেতা গ্রেফতার

মনিরামপুরে শহীদ ইকবাল হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

গৃহবধূর ঝুলন্ত মরদেহ কুড়িগ্রামে উদ্ধার

যুবদল নেতার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ মিছিল