প্রতিনিধি 9 July 2025 , 12:49:42 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৯ জুলাই ২০২৫: পাকিস্তানি অভিনেত্রী হুমায়রা আজগর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) করাচির ডিফেন্স হাউজিং অথরিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তার পচন ধরা দেহ উদ্ধার করে পুলিশ। ৩২ বছর বয়সী এই অভিনেত্রীর প্রায় দুই সপ্তাহ আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানি গণমাধ্যম ডন পুলিশের একটি বিবৃতির বরাত দিয়ে জানিয়েছে, ইত্তেহাদ কমার্শিয়ালের একটি ফ্ল্যাট থেকে হুমায়রার মরদেহ উদ্ধার করা হয়। আদালতের নির্দেশে গিজরি পুলিশ অ্যাপার্টমেন্টটি খালি করার জন্য ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু বিকেল ৩টা ১৫ মিনিটে পুলিশ দরজায় কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে তালা ভেঙে পুলিশ অ্যাপার্টমেন্টে প্রবেশ করে এবং তার মৃতদেহটি দেখতে পায়। প্রমাণ সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন ইউনিটকে ডাকা হয়।
মৃত্যুর কারণ এখনো রহস্যে ঘেরা
হুমায়রার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মঙ্গলবার রাতে তার মরদেহের পোস্টমর্টেম সম্পন্ন হয়। এরপর পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, “মৃতদেহটি চূড়ান্তভাবে পচে গেছে। তবে মৃত্যুর কারণ এখন প্রকাশ করা যাবে না।” চূড়ান্ত ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।
ভাড়া বকেয়া ও অ্যাপার্টমেন্টের অবস্থা
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, হুমায়রা আজগর আলী একাই অ্যাপার্টমেন্টটি ভাড়া নিয়েছিলেন। কিন্তু ২০২৪ সাল থেকে তিনি বাড়ির মালিককে ভাড়া দিচ্ছিলেন না। এমন অবস্থায় বাসা খালি করার জন্য বাড়ির মালিক আদালতের দ্বারস্থ হন।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, অভিনেত্রী হত্যাকাণ্ডের শিকার হননি। পুরো অ্যাপার্টমেন্টের লোহার গেট, কাঠের দরজা, ব্যালকনির দরজা সবই ভেতর থেকে লক করা ছিল। তবে ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত পুলিশ নিজেদের কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না বলে জানিয়েছে।
হুমায়রার পরিচিতি
টিভি রিয়েলিটি শো ‘তামাশা ঘরে’-এ অংশ নিয়ে হুমায়রা আলোচনায় আসেন। ২০১৫ সালে তার অভিনীত ‘জালাইবি’ সিনেমা মুক্তি পায়, যা তাকে পরিচিতি এনে দেয়।